'গল্পচ্ছলে '
লিখেছেন লিখেছেন মামুন ১৮ নভেম্বর, ২০১৪, ০৮:০৪:০৬ সকাল
'গল্পচ্ছলে '
.
তোমার কাছে এসে
সেই যে নাকের তিলটি ছুঁয়ে দিলাম!
আচ্ছা বলতো, কেন একটুও শিহরিত হলে না?
অনুভূতিগুলো কি সব লোপ পেয়ে গেল?
.
" তাই কি হয়?
মানুষের জীবন তো অনুভুতিময়।"
.
তোমার গ্রীবা ছুঁয়ে ছুঁয়ে ভালোলাগাগুলো
যতই অধঃপতনে যাচ্ছিল,
কই? তুমি তো একটু ও স্পন্দিত হলে না?
.
" পৃথিবীতে কিছু কিছু সত্য বড় রহস্যঘেরা! "
.
আমি সেই রহস্যের শিখর থেকে
পাদদেশে পৌঁছে,
তোমার হৃদয়ের অবগুন্ঠিত ধোঁয়াটে ভালোবাসা
উন্মোচিত করেই ছাড়ব।
.
" তাতে যদি মিলায় সে ধোঁয়াশা সত্য হাওয়ায় হাওয়ায়,
ধুধু প্রান্তরে যদি বয়ে যায় ? "
.
আমি হাওয়ার ভিতরে এক আদিম
লিলুয়া বাতাস -
তোমার রন্ধ্রে রন্ধ্রে হব উপবিষ্ট!
তোমার ভিতরে আমি আর আমার ভিতরে তুমি -
দেখি, কিভাবে তুমি না জেগে পারো!
.
" কী হবে এসবে?
কত গুরুতর প্রসংগ আছে আরো...
আচ্ছা, গহন মনের ভিতরের জন ঘুমে কি জেগে –
কিভাবে জানতে পারো? "
.
ভালোবাসা সখী, সবই ভালোবাসা -
যদি চাও - এসো শিখাই তোমায়...
.
" ভালোবাসা ও কি শেখা যায়? "
.
গল্পে গল্পে আরো কাছে এসে নিবিড় হও,
আপনাতে তুমি বুঝিবে সখি
মুখেতো বোঝানো দায়।
কাছাকাছি এলে, কাছে কাছে পেলে,
ভালোবাসা হয়ে যায়।।
বিষয়: সাহিত্য
৯৪৩ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রশংসা টুকু চোখ বুজে অনুভব করলাম, ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
অনুভূতিগুলো সেই কবেই লোপ পেয়ে গেছে!
প্রথম দেখার-প্রথম অনুভবের সময় থেকেই!
একপ্রাণ-এক আট্মার মত তোমার-আমার স্বত্বা
এক হয়ে গেছে!তাও তো অনেক দিন!
নিজের শরীরে-মাংশে কী কখনো শিহরণ জাগে..!!!
বিমুগ্ধ হলাম!
অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জাজাকাল্লাহু খাইর।
শুভকামনা রইলো।
অনুভূতি রেখে যাবার যাবার জন্য অনেক ধন্যবাদ।
যতই অধঃপতনে যাচ্ছিল,
কই? তুমি তো একটু ও স্পন্দিত হলে না?
আর স্পন্দিত হয়ে লাভ কি ?
অনেক সময় লাভ ছাড়াও স্পন্দিত হতে হয়। অবশ্য আমার এগুলো বুঝবার মত বয়স পার হয়ে গেছে।
লিলুয়া বাতাস -
তোমার রন্ধ্রে রন্ধ্রে হব উপবিষ্ট!
তোমার ভিতরে আমি আর আমার ভিতরে তুমি -
দেখি, কিভাবে তুমি না জেগে পারো!
শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ।
পাদদেশে পৌঁছে,...
ভালোলাগা জানালাম।
অনেক অনেক শুভকামনা রইলো..
কবিতা সুন্দর হইছে। জাজাকআল্লাহ...
অনেক ধন্যবাদ আসার জন্য।
বারাকাল্লাহু ফিকুম।
মন্তব্য করতে লগইন করুন